দামুড়হুদায় মাছের পোনা জলাশয়ে না দিয়ে পুকুরে অবমুক্ত

 

 

দামুড়হুদা অফিস:দামুড়হুদা উপজেলায় মাছের পোনা সরকারি জলাশয়ে না দিয়ে ব্যক্তি মালিকানাধীন পুকুরে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি উপজেলা মৎস্য অবমুক্তি কমিটির মধ্যে জানাজানি হলে মাছের পোনা উঠিয়ে নিয়ে অন্যত্র জলাশয়ে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়।

জানাগেছে, ২০১৪ সালে মাছের পোনা অবমুক্ত কমিটি সভায় দামুড়হুদা উপজেলায় ৭টি সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে গত ৩০ আগস্ট হেমায়েতপুর পাকলি বিলে মাছের পোনা অবমুক্ত না করে কৌশলে বিলের সভাপতি লিয়াকত আলী মেম্বার পাশের আব্দুল মান্নানের পুকুরে ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করে। বিষয়টি পুকুর মালিক মান্নান লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে নির্বাহী অফিসার লিয়াকতকে দু দিনের মধ্যে মাছের পোনা পুকুর থেকে উঠিয়ে মৎস্য অফিসারের নিকট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। পাকলি বিলটি বেশ কয়েক বছর পানি শূন্য অবস্থায় থাকে। এ বছরও ওই বিলে আশানুরূপ পানি নেই। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার জানান, লিয়াকত মেম্বার ভুলবুঝিয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে। বিষয়টি জানতে পেরে মাছের পোনা অবমুক্ত কমিটি দু দিনের মধ্যে পুকুর থেকে মাছ উঠিয়ে আনার নির্দেশ দেয়া হয়। ওই মাছ দুধপাতিলা বিলে অবমুক্ত করা হবে।