ভাবমূর্তি সংকটে মমতা

 

মাথাভাঙ্গা মনিটর: হাজার কোটি রূপির সারদা কেলেঙ্কারি নিয়ে আদালতেনিজের দলের নেতা ও এক সময়ের ঘনিষ্ঠজন কুণাল ঘোষের বিস্ফোরক বক্তব্যেসংকটে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি।তৃণমূলের বরখাস্ত হওয়া সংসদ সদস্য কুণাল গত শনিবার কোলকাতার সিবিআই আদালতে হাজিরাশেষে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের বলেন, সারদা মিডিয়ারপ্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা যদি সবচেয়ে বেশি কেউ পেয়ে থাকেন, তার নাম মমতাবন্দ্যোপাধ্যায়।তার আগে বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরিই দাবিতোলেন, তার আর সারদা প্রধান সুদীপ্ত সেনের মুখোমুখি করে রাজ্যেরমুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক।২০১৩ সালের এপ্রিলে সারদাকেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর এই প্রথম সরাসরি মমতার দিকে আঙুল উঠলো, যাকেসততার প্রতীকহিসাবে দেখিয়ে আসছিলো পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলকংগ্রেস। মাত্র একদিন আগেই মমতা অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলো তারএবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার শুরু করেছে। দলের ভেতর পচাআমথাকলে তাদের বাদ দেয়া হবে বলেও অনুসারীদের শাসিয়ে দেন দিদি।  গতবছর বাংলা নববর্ষের দিন পশ্চিমবঙ্গের তারা নিউজ, তারা মিউজিক ও সাউথ এশিয়াটেলিভিশন বন্ধ হয়ে গেলে এর মালিক প্রতিষ্ঠান সারদা গ্রুপের কেলেঙ্কারির খবরএকে একে বেরিয়ে আসতে থাকে।জানা যায়, এই গ্রুপের এমএলএম  কোম্পানিসারদা সম্পদঅল্প সময়ে বেশি লাভের লোভ দেখিয়ে বেআইনিভাবে আমানত সংগ্রহেরমাধ্যমে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়েনিয়েছে।