ডা. জুবাইদার চাকরিচ্যুতির প্রতিবাদ ১০০১ শিক্ষকের

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরস্ত্রী ডা. জুবাইদা রহমানেরচাকরিচ্যুতি এবং এ নিয়ে সংসদে অসৌজন্যমূলকবক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০০১ জন শিক্ষক। গতকাল রোববার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা। বিবৃতিদাতাদের মধ্যে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ২০১ জন, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, সিলেট শাহজালালবিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি, জাতীয় কবিকাজী নজরুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, বিএসএমএমইউ, বিএসএমকৃবি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন। বিবৃতিতেশিক্ষকরা বলেন, পারিবারিক এবং মানবিক কারণে ডা. জুবাইদা রহমান সরকারিবিধিঅনুযায়ী প্রবাসে অবস্থান করছেন। সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশে তাকেবেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সম্মানিত নারী চিকিৎসকেরচাকরিচ্যুতিকে হাস্যরস ও তাচ্ছিল্যের বিষয় বানিয়ে জাতীয় সংসদে অসৌজন্যমূলকবক্তব্য উপস্থাপন সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না।