মিসরে সমলিঙ্গে বিয়ে উদযাপন করায় ৭ জন গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সমলিঙ্গের বিয়ে উদযাপনের ভিডিওচিত্রদেখে ওই ভিডিওচিত্রে অংশ নেয়া সাতজনকে গ্রেফতার করেছে মিসর সরকার। তাদেরবিরুদ্ধে সমাজে পাপাচার ও অশ্লীলতা ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হবে বলে মনেকরা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।ভিডিওচিত্রে নীলনদে একটি প্রমোদ তরিতে কয়েকজনকে সমলিঙ্গের বিয়ে উদযাপন করতে দেখা গেছে।ভিডিওটি মিসরের সামাজিক মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।মিসরে সমকামিতাসুস্পষ্টভাবে আইনবিরোধী না হলেও সেখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকেপাপাচার বলে গণ্য করা হয়। আর এর মাধ্যমে মিসরের সরকার সেখানকার সমকামীদেরবিরুদ্ধে সমাজের শান্তি ভঙ্গের অভিযোগ এনে থাকে।এদিকে গ্রেফতার এসাতজনের শারীরিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন সে দেশের আদালত। অনেক আগেথেকেই মিসরে এ ধরনের শারীরিক পরীক্ষা হয়ে আসছে। তবে এ পরীক্ষার বিরোধিতাকরে আসছে মানবাধিকার সংগঠনগুলো।এ বছরের এপ্রিল মাসেও একই রকম অভিযোগে চারজনকে কারাদণ্ড দেন আদালত। ২০০১ সালেও এ রকম অভিযোগে অনেককেই কারাদণ্ড দেয়া হয়েছিলো।