নওয়াজ শরীফের পদচ্যুত চেয়েছিলো পাক সেনারা

 

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরপ্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে পিটিআই ও পিএটির অব্যাহতবিক্ষোভের মাঝে নওয়াজকে পদচ্যুত করে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন দেশটিরসেনাবাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু সেনাপ্রধান জেনারেল রাহেলশরীফ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে উৎখাতে এটা সঠিক সময় নয় বলেতা নাকচ করে দেন। দেশটির সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ একমন্ত্রী জানান, আগস্টের শেষের দিকে রাওয়ালপিণ্ডির গ্যারিসনে ঊর্ধ্বতন সেনাকমান্ডাররা মিলিত হন। ওই বৈঠকে ১১ করপোরেশনের পাঁচজন প্রভাবশালী কমান্ডারনওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত করার ব্যাপারে একমত হন।কিন্তুসেনাপ্রধান রাহেল শরীফ বলেন, এটা গণতান্ত্রিক সরকারকে হটানোর জন্য সঠিকসময় নয়। বরং এ সঙ্কট রাজনৈতিকভাবে মীমাংসা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করা ও বিস্তারিত কিছু না জানানোরশর্তে ওই মন্ত্রী এবং পাকিস্তান সেনাবাহিনীর দু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের এতথ্য নিশ্চিত করেছেন।দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তাজানান, জেনারেল রাহেল শরীফ শক্তির মাধ্যমে ক্ষমতা নিতে আগ্রহী নন। তিনিসমঝোতায় বিশ্বাসী।