যানজট এড়াতে নতুন পরিবহন রোপওয়ে!

 

 

মাথাভাঙ্গা মনিটর: যানজটকেবুড়ো আঙুল দেখাতে অবাক করা পরিবহন ব্যবস্থার প্রবর্তন করতে চাচ্ছেসিআরএসএল নামে এক সংস্থা। নতুন পরিবহন মাধ্যম রোপওয়ে। জোকায় গতকাল শনিবারপরীক্ষামূলকভাবে এর উদ্বোধন করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদহাকিম। অফিস টাইমের ভিড়ে ঠাসা মহানগরীতেবেরিয়ে আপনি যদি মাত্র কয়েক মিনিটে অবলীলায় পৌছে যান শিয়ালদা থেকে ধর্মতলা?বা শহরের যে কোনও প্রান্তে?তাও আবার আকাশ পথে?অবাক লাগলেও এমনই এক সহজএবং অভিনব পরিবহনের হদিস দিলো কোলকাতারই একটি সংস্থা সিআরএসএল। সংস্থারদাবি, নন লিনিয়ার কার্ভো রোপওয়ের মাধ্যমে শহরের যানজটকে পেছনে ফেলেঅনায়াসেই গন্তব্যে যেতে পারেন যাত্রীরা। গতকাল শনিবার জোকায় পরীক্ষামূলকভাবে এপরিবহন ব্যবস্থার উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।