ফারুকী হত্যাকাণ্ড : প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই আলেমদের জড়ানো হচ্ছে

স্টাফ রিপোর্টার: টিভি উপস্থাপক মাওলানা শাইখ নূরুল ইসলাম ফারুকীরপ্রকৃত হত্যাকারীদের আড়াল করতে হত্যাকাণ্ডে জনপ্রিয় টিভি উপস্থাপক ও বরেণ্যআলেমদের জড়ানো হচ্ছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব ইসলামিক মিডিয়াপারসোনালিটিজ। গতকাল সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম জনপ্রিয় টিভিউপস্থাপক ও বরেণ্য আলেম মাওলানা শাইখ নূরুল ইসলাম ফারুকীর নৃশংসহত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনটির আহ্বায়ক আরকানুল্লাহহারুনী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মর্মান্তিক এ হত্যাকাণ্ড সকলসভ্য মানুষকেই মর্মাহত করেছে। এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার ওতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজ দেশের আলেম সমাজের। কিন্তুহত্যাকারীদের উপযুক্ত শাস্তি যখন সবার আকাঙ্ক্ষা তখন একটি স্বার্থান্বেষী মহলপুরো ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিকপরিচয়ে অতি উৎসাহী হয়ে নানান কল্পকাহিনী রচনা করে দেশের ৬ জন বিশিষ্টআলেমকে ওই মামলায় অন্তর্ভুক্ত করতে আদালতের কাছে আবেদন করা হয়েছে। যা আলেমসমাজসহ সকল সচেতন মানুষকে বিস্মিত করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কাওরানবাজার ঢাকা ট্রেড সেন্টারে অবস্থিত এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠান বিভাগেরকার্যালয়ে গত ২২ আগস্ট কোনো সভা হয়নি। গত ২৩ আগস্ট সেখানে একটিমতবিনিময়মূলকসভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিলো- দেশের বিভিন্নইলেকট্রনিক মিডিয়ার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক, আলোচক, অনুষ্ঠাননির্মাতা, প্রযোজক এবং প্রিন্ট মিডিয়ার ইসলামিক বিষয়ে কলামিস্টদের নিয়েএকটি অ্যাসোসিয়েশন গঠনের জন্য মতবিনিময় করা।