খবর:(অপহরণকারী মোজামের ভারতে পলায়ন)
ও বাবাজি পালাও কেন
সারা গ্রাম জ্বালাও কেন
যাও খেয়ে যাও ঝাটা-
ধরার আগেই খুলে নিলে
কেমন বুকের পাটা।
কী যেন কী ঘটাও কেন
সারা পাড়া রটাও কেন
যাও খেয়ে যাও চাটি-
লাঠিসোঁটা নিয়ে সবাই
ভাঙবে তোমার ঘাটি।
একটু খানি এসো বাপু
সোনার ঘাটে নেয়ে যাও
জুতোপেটা খেয়ে যাও!
-আহাদ আলী মোল্লা