দিলশানকে মুসলমান হতে বলে বিপাকে শেহজাদ

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার ক্রিকেটার তিলকারত্নে দিলশানকে ইসলামেরদীক্ষা দিতে গিয়ে বিপাকেই পড়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদশেহজাদ। সম্প্রতি এক ওয়ানডে ম্যাচে দিলশানকে করা তার মন্তব্যের বিষয়ে তদন্তকরছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।গত শনিবার ডাম্বুলার ওয়ানডেতে ড্রেসিং রুমে ফেরার সময় শেহজাদকেশ্রীলঙ্কার ব্যাটসম্যান দিলশানের উদ্দেশে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলার দৃশ্যটিক্যামেরায় ধরা পড়ে।
শেহজাদ দিলশানকে বলছিলেন, তুমি যদি অমুসলিম হও,আর ধর্মপাল্টে মুসলমান হও;তাহলে জীবনে যাই করো না কেন,সোজা বেহেস্তে চলেযাবে।দিলশানজবাবে কি বলেছিলেন সেটা শোনা না গেলেও শেহজাদের পরেরকথাটি শোনা যায়।তাহলে আগুনের জন্য তৈরি হও।এ বছরেই টেস্ট ক্রিকেটেঅভিষেক হওয়া শেহজাদকে পিসিবি গত বুধবার তাদের প্রধান কার্যালয়ে ডাকে।
পিসিবির গণমাধ্যমব্যবস্থাপক আগা আকবর জানান,শেহজাদকে তার এ মন্তব্য নিয়ে জিজ্ঞাসাবাদ করাহয়।তবে বিষয়টিকে দিলশানের সাথে একান্ত ব্যক্তিগত আলাপচারিতা বলে দাবি করেনশেহজাদ। আর বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা দল কোনো অভিযোগও করেনি। তবে পিসিবি বিষয়টি নিয়েএখনো তদন্ত করছে বলে জানান আকবর।৩৭ বছর বয়সী দিলশান মুসলমান বাবা ও বৌদ্ধমায়ের সন্তান। আগে তিনি তুয়ান মোহাম্মদ দিলশান নামেই পরিচিত ছিলেন। তবে ১৯৯৯ সালেআন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিজের মুসলামান নামটা ছেটে ফেলেন। এরপর সিংহলিজবৌদ্ধ পরিচয়ে নামটি তিলকারত্নে মুদিয়ানসেলাগে দিলশান করে দেন।ছোটোবেলায়মুসলমান নাম থাকলেও দিলশান এবং তার ভাই আর বোনেরা মায়ের বৌদ্ধ ধর্মকেই অনুসরণ করতেনবলে জানান তার ছেলেবেলার কোচ রঞ্জন পারানাভিতানা।সিরিজ নির্ধারণীম্যাচটিতে দিলশান অপরাজিত ৫০ রান করে পাকিস্তানের বিপক্ষে দলকে ৭ উইকেটের জয় এনেদেন।এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দিলশানকে ধাক্কা মেরে জরিমানা গুণেছিলেনশেহজাদ।