ফুলবাড়ি ও মুন্সিপুরে মদ ও ইমিটেশন সামগ্রী উদ্ধার

 

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার ফুলবাড়ি ও মুন্সিপুর সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইমিটেশনের গয়না উদ্ধার করেছেন। ফুলবাড়ি বিজিবি সদস্যরা ১০০ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করেন।গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দামুড়হুদার ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার তোফাজ্জেল হোসেন নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ফুলবাড়ি মাঠে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

অপরদিকে মুন্সিপুর বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে মুন্সিপুর মাঠ থেকে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ইমিটেশন সামগ্রী উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি মালামাল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা বলে বিজিবিসূত্রে জানা গেছে।