মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুরনো একটি ভবন ধসে নারী ও শিশুসহ অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই এক পরিবারের সদস্য।মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ শহরের এঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। এদের মধ্যে প্রতিবেশী একটি পরিবারের বেশ কয়েকজন সদস্যরয়েছেন।পুরনো ওই দোতলা ভবনটি ধসে পড়লে এর ধ্বংসাবশেষ পাশের একটি বাড়িতেগিয়ে পড়লে সেই বাড়ির বেশ কয়েকজনও আহত হন।এছাড়া ঘটনার শিকার বেশ কয়েকজনধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেনউদ্ধারকর্মীরা।এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেকর্তৃপক্ষ।প্রথমে ভবনটির ছাদ ধসে পড়ে। আর এরপরই পুরো দোতালা ভবনটি ধসে যায়বলে জানা গেছে। ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটিগঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।