আরেক মার্কিনির শিরশ্ছেদেরভিডিও প্রকাশ আইএসের

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে, যাতে তাদের হাতে বন্দী এক মার্কিনসাংবাদিকের শিরশ্ছেদের কথা বলা হয়েছে।স্টিভেন সটলোফ (৩১) নামের এই সাংবাদিক টাইম, ফরেন পলিসি, ওয়ার্ল্ডঅ্যাফেয়ার্স ও ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ বেশ কয়েকটি পত্রিকায় লিখতেন। গতবছর আগস্টে সিরিয়া থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। গত মঙ্গলবার প্রকাশিতওই ভিডিওতে আইএস বলেছে, তাদের হাতে ডেভিড হাইনেস নামের এক ব্রিটিশ নাগরিকবন্দী আছেন। যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও একইভাবেহত্যা করা হবে।ভিডিওটির সত্যতা নিশ্চিতে গোয়েন্দারা কাজ করছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।ভিডিওটি সম্পর্কে অবগত আছেন বলে সটলোফের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।এর আগে মধ্যপ্রাচ্যে সংবাদ সংগ্রহে আসা মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে তার ভিডিও প্রকাশ করে আইএস।এরপরই আইএস প্রধান আবু বাকর আল-বাগদাদীর কাছে ছেলের প্রাণ ভিক্ষা চান সটলোফের মা শার্লি সটলোফ।