পাকিস্তানে সঙ্কট নিরসনে আশার আলো

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে প্রতিপক্ষ দলগুলো আলোচনার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয়ায় সঙ্কট সমাধানে আশার আলো দেখা দিয়েছে।বিরোধীরাজনীতিবিদদের কমিটির সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) নেতা তহিরুলকাদরি।দুর্নীতি ও গত নির্বাচনে বিপুল কারচুপির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীনওয়াজ শরীফের পদত্যাগ দাবি করে গত দুই সপ্তাহ ধরে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েবিক্ষোভ করছে এ দল দুটি। শরীফের বাসভবনেও চড়াও হওয়ার চেষ্টা চালায় দুই দলের হাজারোবিক্ষোভকারী।শরীফ পদত্যাগ করতে রাজি না হওয়ায় এবং বিক্ষোভকারীরাও আলোচনারটেবিলে বসতে অস্বীকৃতি জানানোয় মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। দেখা দেয়সেনাবাহিনীর ক্ষমতা দখলের আশঙ্কা।কিন্তু গতকাল বুধবার নতুন রাজনৈতিক প্রচেষ্টাশুরু হওয়ায় বিক্ষোভ কিছুটা শিথিল হয়েছে। বিরোধী রাজনীতিবিদদের কমিটির সাথেইমরান-কাদরি আলোচনায় বসতে রাজি হওয়ায় পরিস্থিতি নতুন মোড়নিয়ছে।