Untitled

মাথাভাঙ্গা মনিটর: অ্যাপলের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে তারকাদের নগ্ন ছবি ফাঁস করেছেসাইবার দুর্বৃত্তরা। সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়া নিয়ে প্রযুক্তি বিশ্বেচলছে শোরগোল। তারকাদের এই নগ্ন ছবি ফাঁসের ঘটনা তদন্তে নেমেছেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।এফবিআই তদন্তের কথা জানালেও কী ধরনের তদন্ত করা হবে বা কাউকে সন্দেহ করা হচ্ছে কি-না সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।এদিকে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইক্লাউড হ্যাক হয়েছে কি-না তাপরীক্ষা করে দেখছেন তারা। পাশাপাশি আইক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা এবং হ্যাকিঙের অভিযোগ তদন্তে অ্যাপল তত্পর।ভুক্তভোগী তারকাদের তালিকায় আছেন কেট আপটন, আরিয়ানা গ্রান্ডে আর জেনিফার লরেন্সের মতো অস্কারজয়ী তারকারা। নগ্ন ছবিফাঁস হওয়ার তালিকায় আরও আছেন পপগায়িকা রিহানা, সেলেনা গোমেজ, অ্যাভ্রিললেভিন, কারা ডেভেভিংনে, অভিনেত্রী কেট বোসওর্থ, হিলারি ডাফ, অ্যাম্বারহার্ড, জেনি ম্যাককার্থি, হোপ সলো, রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান, মডেল-অভিনেত্রী কেলি ব্রুকের মতো তারকারা।ভুক্তভোগীরা অভিযোগ করছেন, অ্যাপলের আই ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ছবিগুলো হ্যাক করা হয়েছে এবং তাইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।অবশ্য এ ছবির বেশির ভাগভুয়া ছবি হতে পারে বলে সতর্ক করেছে সাইবার বিশেষজ্ঞরা। এছাড়া অনলাইনেতথ্য নিরাপত্তার বিষয়টি নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা