চুয়াডাঙ্গার সুমিরদিয়া-গাইদঘাট সড়কে দিবালোকে ছিনতাই!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাইদঘাট-সুমিরদিয়া সড়কের মধ্যবর্তী স্থানে দিবালোকে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়েছে ইসলামপাড়ার মামুন (১৮)। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে তাকে মোটরসাইকেলসহ স্থানীয় জনগণ আটক করে পিটুনির পর পুলিশে দিয়েছে।

মামুন তার পরিচয় দিতে গিয়ে বলেছে, সে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়ার তারা মিয়ার ছেলে। তার সাথে ছিলো জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার রমজান আলীর ছেলে খসরু। সে পালিয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছে, বেলা ২টার দিকে গাইদঘাটের সারজেদ আলীর ছেলে এখলাস বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলো দুজন। তাদের নিকট এখলাস পৌঁছুলে তার নিকট থেকে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। পালানোর সময় সামনে পড়ে আলমসাধু। মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে একজন পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে। ধরাপড়া ব্যক্তিকে স্থানীয়রা পিটুনির পর মোটরসাইকেলসহ পুলিশে দেয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বলেছে, গাইদঘাট এলাকার জনগণ মামুনকে ধরে দিয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ তুললেও রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।