স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার-সিদ্দিক কলেজের শিক্ষক হুমায়ুন কবীর মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চলন্ত অবস্থায় আকস্মিক একটি গরু আকস্মিক সামনে এসে পড়ায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার বাঁ পা ভেঙে গেছে। চিকিৎসকেরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন।
আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের নজরুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (৪৪) নিগার সিদ্দিক কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বোয়ালমারী গ্রামে পৌঁছুলে গলায় রশি বাঁধা অবস্থায় একটি গরু আকস্মিক রাস্তার ওপর চলে আসে। গরুর দড়িতে বেঁধে মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে হুমায়ুন কবীর গুরুতর আহত হন। তার বাঁ পা ভেঙে যায়। তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী মামুন অর রশীদ সামান্য আহত হন। হুমায়ুন কবীরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।