আলমডাঙ্গা জামজামিতে মাছের পোনা অবমুক্তকরণ

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির মধুপুর সরকারি আবাসনস্থ পুকুরে ও উদয়পুরের মাথাভাঙ্গা নদীর উন্মুক্ত জলাশয়ে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার মাছের পোনা অবমুক্ত করা হয়।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. শাহিনুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মঈনুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, মধুপুর আবাসন কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন, সেক্রেটারি মো. তোফাজ্জেল হোসেন, মিলন আলী। এছাড়া জামজামির ঘোষবিলা দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বিপি সরকারি মৎস্য অধিদপ্তরের ২০ কেজি মাছের পোনা এনে মসজিদের পুকুরে অবমুক্তকরণের কথা বলে নিজেরপুকুরে অবমুক্ত করলে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান। ব্যক্তিগত পুকুর থেকে সরকারি মাছের পোনা উত্তোলনের নির্দেশ দেন।