ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ তহবাজারটির বেহালদশা। ড্রেন নির্মাণসহ সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে বাজারের ব্যসায়ীরা জানান, এ বাজারে প্রায় ১৪০জন ব্যবসায়ী স্থায়ীভাবে ব্যবসা করে আসছেন। তাছাড়া আরও ৫০/৬০ জন বাজারে চট পেতে ব্যবসা করে সংসার নির্বাহ করে থাকেন। দীর্ঘদিন ধরে বাজারে প্রবেশের রাস্তাগুলো মেরামত না করায়, বাজারের পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় অল্প বৃষ্টি হলেই বাজারের মধ্যে পানি বেধে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় বাজারের ব্যবসায়ীরা তাদের মালামাল যেমন দোকানে আনতে পারেন না, তেমনি ক্রেতারাও কাদা-পানির মধ্যে পায়ে হেঁটে বাজার করতে আসতে পারেন না।
ব্যসায়ীরা অভিযোগ করে বলেন, মাছের বাজার থেকে ইজারাদার প্রতিদিন ৫/৬শ টাকা এবং সবজির বাজার হতে প্রতিদিন ৬/৭শ টাকা খাজনা আদায় করে থাকে কিন্তু সরকার বাজারটির কোনো উন্নয়ন করছে না। ইতঃপূর্বে তৎকালীন সদর ইউএনও আবুল আমিন সরেজমিনে দেখে বাজার থেকে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও বাজারের মধ্যকার রাস্তাগুলোর সংস্কারের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কাজগুলো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় বাজারের পানি নিষ্কাশনের ড্রেনটি নির্মাণ ও বাজারের রাস্তাগুলো সংস্কারের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহলসহ বাজারের ব্যবসায়ীরা।