বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন উদ্বোধনকালে চুয়াডাঙ্গা পৌর মেয়র

 

মেয়ে শিশুদের বাল্যবিয়ে না দিয়ে লেখাপড়া শিখিয়ে যোগ্য করে তোলার আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: মানুষের দুটি হাতের মধ্যে একটি হাত বাদ দিয়ে যেমন কোনো কাজ সুষ্ঠুভাবে করা যায় না, তেমনি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য নারীদের সুযোগ করে দিতে হবে এবং মেয়ে শিশুদের বাল্যবিয়ে না দিয়ে লেখাপড়া শিখিয়ে তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শনিবার সকাল ১০টায় এসডিসি,স্টেপস ও সিডিএফ কর্তৃক আয়োজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপরোক্ত কথাগুলো বলেন। জিসিএ’র সভাপতি ওয়ালিউর রহমান টুল্লুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সিডিএফ’র সম্পাদক বিল্লাল হোসেন, মহিলা সংস্থার সভাপতি নুরুন্নাহার কাকলী, সুফিয়া কামাল ফেলো সাংবাদিক মরিয়ম শেলী, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, হানিফা খাতুন গোপা, শাহীন সুলতানা মিলি, অ্যাড.নওশেদ আলী, একরামুল হক মুক্তা, শাহানেওয়াজ ফারুক,আসমা চুমকী প্রমুখ।