পুলিশের দাবি জমিজমা নিয়ে বিরোধের জের : নিকটজনদের অভিযোগ খুনের আড়ালে চাঁদাবাজি
স্টাফ রিপোর্টার: ঢাকারমগবাজারে সন্ত্রাসীরা গুলি করে ৩ জনকে হত্যার খবর পাওয়া গেছে। ৭৮, সোনালীবাগে রাত সাড়ে ৮টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের গুলি করাহয়েছে বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।ওসিজানান, গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭৮, সোনালী বাগের বাড়ির মালিক রানুআক্তার ওরফে বৃষ্টি (৩২), তার ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২) ও প্রতিবেশীমুন্না (২৪)। এ ঘটনায় আহত হয়েছেন বৃষ্টির ভাই হৃদয় (২২)। তাৎক্ষণিকভাবেঘটনার বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসরা তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরওজানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কালা বাবুর নেতৃত্বে ৭ থেকে ১০সন্ত্রাসী সোনালীবাগের বাড়িতে ঢুকে মুহুর্মুহু গুলি করে মুহূর্তের মধ্যেপালিয়ে যায়। এ সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালা বাবুসসহসন্ত্রাসীদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
স্থানীয়রা জানান, ভাড়াটে হিসেবে কালা বাবু বৃষ্টিকে গুলি করে। খুনিদের টার্গেট ছিলো বৃষ্টি।তার সাথে স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধছিলো। ইতঃপূর্বে কালা বাবু ও তার দলবল বেশ কয়েক দফায় বৃষ্টিকে হুমকি দিয়েছিলোবলে জানান ওসি।
কালা বাবু সম্পর্কে জানা গেছে, সে দীর্ঘদিন থেকেমগবাজার, নয়াটোলা, ওয়্যারলেস রেলগেট, মধুবাগসহ আশপাশের এলাকায় মাস্তানি ওচাঁদাবাজি করে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটিহত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। ইতঃপূর্বেও সে ভাড়াটিয়া হিসেবে একাধিকহত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও থানায় অভিযোগ রয়েছে।
গুলির খবর ছড়িয়ে পড়ারসাথে সাথে আত্মীয়স্বজনরা ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।তাদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক। তারপেটে গুলি লেগেছে। রাত সাড়ে ৯টার দিকে তাকে অপারেশন রুমে ঢোকানো হয়। নিহততিনজনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। স্বজনরা মর্গের সামনে কান্নায়ভেঙে পড়েন। নিহত বৃষ্টির ভাই শামীম মর্গের সামনে বারবার মূর্ছা যাচ্ছিলেন।ওদিকে এ ঘটনার পর মগবাজারজুড়ে আতঙ্ক শুরু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে চারজনকেগুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক রানু, মুন্না ও বেলালকে মৃতঘোষণা করে। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাত পৌনে ৮টার দিকে ১০-১২ জনসন্ত্রাসী সোনালীবাগের চান বেকারির গলির ওই বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলিছোড়ে। নিহত রানুর চাচা শাহালম সাংবাদিকদের বলেন, এক মাস আগে থেকে কালু নামেএক সন্ত্রাসী দু লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় কালু সদলবলেএসে গুলি করে পালিয়ে যায়।