নেপালের বিপক্ষে এলো স্বস্তির জয়

মাথাভাঙ্গা মনিটর: এক বছর আগে কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হারের লজ্জা নিতেহয়েছিলো বাংলাদেশ জাতীয় দলকে। আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে দশজন জাতীয়দলের খেলোয়াড় সমৃদ্ধ নেপাল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে সেই হারেরপ্রায়শ্চিত্ত করেছে এশিয়াডগামী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। খেলারদ্বিতীয়ার্ধে সোহেল রানা দেশের পক্ষে একমাত্র গোলটি করেন।এশিয়ানগেমসের প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত এ ম্যাচ শেষ পর্যন্ত আর প্রীতিম্যাচহয়ে থাকেনি। কাদা মাঠে গা জোয়ারি ফুটবল আর রেফারির নানা সিদ্ধান্তেনেপালি দলের বারবার ফুঁসে ওঠার মধ্যদিয়ে সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে এম্যাচের গুরুত্ব। বাংলাদেশের দু ডাচ কোচও খেলোয়াড়দের চোট-টোটের কথাচিন্তা না করে পূর্ণ শক্তির দল মাঠে নামিয়ে প্রমাণ করেছেন নেপালের বিপক্ষেআগের হারের প্রতিশোধ নেয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা। আর্মি স্টেডিয়ামেও জয়দেখতে উদগ্রীব ফুটবলপ্রেমী দর্শকদের ভিড় শেষ অবধি এ ম্যাচকে নিছকপ্রস্তুতির গণ্ডিতে আটকে রাখেনি।

বাংলাদেশ দল দর্শকদের একেবারে হতাশ করেনি। থেমে থেমে হওয়া সারা দিনের বৃষ্টিতে কাঁদায়-পানিতে মাখামাখি বনানীর আর্মি