ধর্ষণ ঠেকাতে নেলপলিশ!

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বব্যাপি ধর্ষণ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী যেখানে হিমশিম খাচ্ছে। সেখানে ধর্ষণ ঠেকাতে সহায়তা করবে প্রসাধনী সামগ্রী নেলপলিশ।উত্তরক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এমন এক ধরনের নেল পলিশআবিষ্কার করেছেন। যা ডেট রেপ ড্রাগ শনাক্তকরণে সক্ষম। এ নেলপলিশ যৌননির্যাতনের কবলে পড়ার থেকে মহিলাদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।রফিনল,এক্সন্যাক্স,জিএইচবি’র মতো কিছু ওষুধকে ডেট রেপ ড্রাগ বলা হয়। সারাবিশ্বজুড়েই এ ওষুধগুলো মহিলাদের পানীয়র মধ্যে মিশিয়ে তাদের অচৈতন্য করে,তাদেরওপর যৌন নির্যাতন করার ব্যাপক প্রচলন রয়েছে। আন্ডারকভারকালারস নামের এ নেলপলিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগসের সংস্পর্ষে আসলেই রঙপরিবর্তন করে ফেলে। ফলে মহিলারা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতিসম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।