সিরিজে ফিরলো শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭৫ রান করেও হারতে হয়েছিলো শ্রীলঙ্কাকে। আজও একইগতিতে রান তুলে ৯ উইকেটে ৩১০ তুললো লঙ্কানরা। তবে না,গতকাল আর লক্ষ্য টপকাতেপারলো না পাকিস্তান। মিসবাহ-উল-হকের দলকে ৭৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজেসমতা ফেরাল শ্রীলঙ্কা।৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেইসারজিল খান ফিরে গেলেও পাকিস্তানকে স্বপ্ন দেখাল মোহাম্মদ হাফিজ ও আহমেদশেহজাদের দ্বিতীয় উইকেট জুটিতে তোলা ৯৬ রান। দুজনেই পেলেন ফিফটি। সেকুগেপ্রসন্নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে হাফিজ ফিরে যান ৬২ রান করে। নতুনব্যাটসম্যান উমর আকমাল দিলশানের বলে মাত্র ১ রান করে ফিরে গেলে বিপর্যয়েপড়ে পাকিস্তান। ১ উইকেটে ১১৪ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ১১৫। এরপরশেহজাদ-মিসবাহর চতুর্থ উইকেট জুটিতে ৩২ ও মিসবাহ-ফাওয়াদ আলমের পঞ্চম উইকেটজুটিতে ৪৫ পাকিস্তানকে কিছুটা আশা দেখালেও তা বেশি দূর এগোয়নি। ৪ উইকেটে১৯২ থেকে ২৩৩ রানেই অলআউট। অর্থাৎ ৪১ রানেই পড়েছে পাকিস্তানের শেষ ৬উইকেট। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন থিসারা পেরেরা।অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে তিনিই ম্যাচসেরা।

এর আগে টস জিতে প্রথম ব্যাট করে অ্যাঞ্জেলো ম্যাথুসের ৯৩,মাহেলাজয়াবর্ধনের ৬৭ ও পেরেরার ৬৫ রানের (৩৬ বলে) সুবাধে চ্যালেঞ্জিং স্কোর পায়শ্রীলঙ্কা। ম্যাথুস-জয়াবর্ধনের চতুর্থ উইকেট জুটিতে এল ১২২। পরেম্যাথুস-পেরেরার সপ্তম উইকেট জুটিতে তোলা ৮৭ রান বড় সংগ্রহ দেয় লঙ্কানদের।পাকিস্তানের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পান ওহাব রিয়াজ।