ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর গ্রামের যুব উন্নয়ন ও ক্রীড়া সংঘের আয়োজনে ভালাইপুর মোড় ফুটবলমাঠে মহিউদ্দিন মিয়ার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে খেলায় কৃষক একাদশের জয়লাভ।
গতকাল বিকেল সাড়ে ৪টায় কৃষক একাদশ ও কেএম এন্টারপ্রাইজ ফুটবলএকাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কৃষক একাদশ ৩-০ গোলে জয়লাভ করে। কৃষক একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন খোকন ও সহকারী অধিনায়ক ছিলেন আমিনুল এবং কেএম এন্টারপ্রাইজ ফুটবল একাদশের পক্ষে অধিনায়ক ছিলেন ইসরাইর হোসেন। রেফারি হিসাবে খেলাটি পরিচালনা করেন মিরাজ।