দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে ইসরাইল ও হামাস সম্মত

 

মাথাভাঙ্গা মনিটর: ইসরাইলও হামাস একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে বলেফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। মিসর এ প্রস্তাবে মধ্যস্ততা করে।এরফলেটানা এক মাস ধরে চলা ইসরাইলের নগ্ন হামলা বন্ধ হবে।হামাস আলোচক মুসাআবু মারজুক বলেন, এ চুক্তির ফলে গাজায় ইসরাইলি হামলার অবসান ঘটবে। তিনিতার ফেসবুকে এটাকে গাজার জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের বিরাট জয় হিসেবেঅভিহিত করেন।ফিলিস্তিনিরা জানিয়েছে,চুক্তির আওতায় ইসরাইল গাজার অবরোধশিথিল করে সাহায্য ও ভবন নির্মাণ সামগ্রী প্রবেশ করতে দেবে। এ ব্যাপারেবিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।গত ৭ জুলাই থেকে গাজায়হামলা চালিয়ে আসছিলো ইসরাইল। এ হামলায় অন্তত ২ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহতহয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। গাজার প্রায় পুরোটাই ধ্বংস করে দেয়াহয়েছে।ইতোপূর্বে গাজায় ইসরাইলের দুটি আক্রমণের চেয়েও এবার অনেক বেশি লোক নিহত হয়েছে।হামাসের কেন্দ্রীয় ৩ নেতা শহীদ হয়েছে ইসরাইলের হামলায়।অবশ্যএবার ইসরাইলকেও চরম মূল্য দিতে হবে। ৬৮জন সেনা ছাড়াও শিশুসহ ১১জন বেসামরিকনাগরিক নিহত হয়েছে হামাসের মর্টার হামলায়। ইসরাইলের একজন অধ্যাপক মন্তব্যকরেছেন, হামাস এবার যা দেখিয়েছে তা মধ্যপ্রাচ্যের তিনটি রাষ্ট্র ইসলাইলকেদেখাতে পারে