দর্শনা অফিস: দর্শনায় জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা আলহেরা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারিদামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা-২ আসনের নমিনি রুহুল আমিন। অন্যানের মধ্যে আলোচনা করেনদামুড়হুদা থানা আমির নায়েব আলী, সেক্রেটারি মাও. আব্দুল গফুর, জীবননগর থানা আমির অধ্যাপক খলিলুর রহমান, সেক্রেটারি প্রভাষক মাও. ইস্রাফিল হোসেন, সদর থানা সেক্রেটারি খাইরুল ইসলাম, জীবননগর পৌর আমির মাও সাজেদুর রহমান, উলামা পরিষদের নেতা মাও. আবু জার গিফারী, ইসলামী ছাত্র শিবিরের জেলা মাদরাসা বিষয়ক সম্পাদক জাকারিয়া আলম, থানা সভাপতি সাহিকুল আলম অপু, জীবননগর থানা সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ। সভায় সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ পালন উপলক্ষে নেতৃবৃন্দ কর্মীদের দিকনির্দেশনা এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনের রুপরেখা পেশ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমির আব্দুল কাদের।