খবর:(কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধার সনদ পাইয়ে দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ)
কম্ম-কলাপ দেখে দেখে
লাগে ভীষণ ঘিন্না ভাই,
সনদ নেবেন ভালো কথা
যুদ্ধ করেই নিন না ভাই।
তোমরা খুবই গবরগণেশ
পড়লে ধোঁকার আস্তানায়,
পয়সা দিয়ে সনদ কেনার
এমন কোনো রাস্তা নাই।
তুই কিডারে সনদ বেচার
ফিল ফাজিলের চামচা,
পড় কেটে নয়; লুঙ্গি খুলে
পরিয়ে দেবো গামছা!
-আহাদ আলী মোল্লা