ঝিনাইদহের বংকিরা স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে পোস্টারিং!

 

 

ঝিনাইদহ অফিস: জোন চ্যাম্পিয়ান হয়েও আন্তঃস্কুল প্রতিযোগিতায় খেলতে না পারায় ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টারিং করেছে। রাতের আঁধারে কে বা কারা পোস্টারিং করেছে।

পোস্টারে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষকের অবহেলার কারণে নির্ধারিত দিনে ছাত্ররা আন্তঃস্কুল প্রতিযোগিতায় খেলতে পারেনি। পোস্টারে প্রধান শিক্ষককে দুর্নীতিবাজ ও অপকর্মের হোতা আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করা হয়। এদিকে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় রোববার ম্যানেজিং কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়। তবে জরুরিসভায় প্রধান শিক্ষককে রক্ষা করার জন্য কতিপয় সদস্য প্রস্তাব দেন। অভিযোগ পাওয়া গেছে, প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকা দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। চাকরি ক্ষেত্রে তার চারম অবহেলা আর দায়িত্বহীনতাকে আড়াল করতে তিনি বিভিন্ন স্থানে তদবির চালিয়ে যাচ্ছেন। অভিভাবকমহলের অভিযোগ নিরক্ষর আর মূর্খ লোকজন দিয়ে স্কুল পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার মান হচ্ছে নিম্নমুখি। শিক্ষার মর্যাদাকে পদদলিত করে দুনম্বরি কায়দায় শিক্ষক নিয়োগ অব্যাহত রয়েছে। আর এসব করছেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি কোনোদিন স্কুলে যান না। স্কুলের কাজ দেখিয়ে ঝিনাইদহের বাসায় সময় কাটান। সপ্তায় এক দিন স্কুলে গিয়ে ৭ দিনের সই করে চলে আসেন। অভিভাবকদের মতে, দুর্নীতি করে প্রধান শিক্ষক ঝিনাইদহে দোতলা বাড়ি করছেন।