দর্শকের ছোড়া ঢিলে প্রাণ গেল ফুটবলারের!

মাথাভাঙ্গা মনিটর: খেলোয়াড়দের বড় পাওয়া কী?নিঃসন্দেহে দর্শকের ভালোবাসা। খেলোয়াড়দের প্রেরণারউত্স দর্শকই। যে দর্শকের জন্য খেলোয়াড়েরা সবটুকু উজাড় করে দিতে কুণ্ঠাবোধকরেন না,সেই দর্শকই যদি খেলোয়াড়ের প্রাণ কেড়ে নেনএর চেয়ে দুঃখের আর কীহতে পারে! এমনটাই ঘটেছে আলজেরিয়ান লিগে। গত শনিবার তিজি উজুতে অনুষ্ঠিত লিগম্যাচে মুখোমুখি হয়েছিলো আলজেরিয়ার দুক্লাব জেএস কাবাইলি ও ইউএসএম আলজের।ম্যাচের ঠিক শেষের দিকে স্ট্যান্ড থেকে কিছু একটা ছুড়ে মারা হলো মাঠে।লাগলো ঠিক কাবাইলি স্ট্রাইকার আলবার্ট এবোসির মাথায়! ২৪ বছর বয়সী ক্যামেরুনস্ট্রাইকার মূর্ছা গেলেন মুহূর্তেই। একপর্যায়ে নিভে গেল প্রাণ প্রদীপই। কীট্র্যাজেডি! ম্যাচটিতে এবোসির দল জিতেছে ২-১ গোলে। গোল পেয়েছিলেন তিনিও।মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

তবেকারণ হিসেবে ধারণা করা হচ্ছে,দর্শক গ্যালারি থেকে ভারী কিছু একটা ছুড়েমারা হয়। সেটিই মাথায় গিয়ে আঘাত করে। কিন্তু আঘাত করা বস্তুটি কী এমন জিনিসযে সেটা প্রাণঘাতী হয়ে উঠলো?এর উত্তর এখনো মেলেনি। হয়তো মিলবে তদন্তে।এবোসিরমৃত্যুতে প্রতিপক্ষ ইউএসএম আলজেরও শোকাচ্ছন্ন। এক বিবৃতিতে ক্লাবটিজানিয়েছে, ভয়ানক এ সংবাদ আমাদের ও ক্যামেরুন ফুটবলের জন্য খুব দুঃখজনক।কাবাইলির বিপক্ষে আলজেরের ম্যাচের কয়েক ঘণ্টা পরই এ সংবাদ ছিলো আমাদের কাছেকামানের গোলার মতো।