মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম জাপানের হিরোশিমায় প্রবল বৃষ্টিপাতের ফলেনিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতেরসংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।গত শুক্রবার হিরোশিমার কর্তৃপক্ষ এসব তথ্যজানিয়েছেন।উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেআশঙ্কা প্রকাশ করেছেন তারা।পানির প্রবল স্রোতে নদীতে,খালে ভেসে যাওয়া এবংভূমিধস ও কাদার স্রোতে চাপা পড়া লোকদের সন্ধানে তিন হাজার পুলিশ সদস্য,দমকলকর্মী ওসেনা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ওই এলাকায় আরোভূমিধসের আশঙ্কায় গত বৃহস্পতিবার উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিলো।গতকাল শনিবারও ওই এলাকাও জাপানের আরো কয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে জাপানেরআবহাওয়া সংস্থা জেএমএ।গত বুধবার হিরোশিমায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। পুরোআগস্ট মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ওই একদিনেই তার সমপরিমাণ বৃষ্টিপাতহয়।এতে সৃষ্ট বন্যায় হিরোশিমার ৪৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৩৯টি বাড়িব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়িতে বসবাসরত প্রায় এক হাজার মানুষ বাস্তুচ্যুতহয়েছেন।উপগ্রহ থেকে পাওয়া ছবিতে হিরোশিমার ৩১টি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলেদেখা গেছে।