সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবংশিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নারী সমাজকেঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যারা নারী সমাজকে দাবিয়ে রাখতে চায়তাদের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয়কার্যালয়ের সামনে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেতিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ওজাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে যুব মহিলা লীগ। সংগঠনেরসভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সহসভাপতি জাকিয়া পারভীন, সংসদসদস্য সাবিনা আক্তার তুহিন বক্তব্য রাখেন। আমু বলেন, বাংলাদেশের জনগণধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেঅসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশেরসকল মানুষ আজ ঐক্যবদ্ধ। সাম্প্রদায়িক অপশক্তির কোনো ষড়যন্ত্র বাংলাদেশেরমাটিতে বাস্তবায়ন হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নারীসমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখহাসিনা নারীদের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে বর্ষীয়ান এ নেতা বলেন, যারাক্ষমতায় গিয়ে ধর্মের নামে নারী সমাজকে বিভ্রান্ত করেছে, ঘরে বন্দি করেরাখার কথা বলেছে, তাদের বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে।
এসব ধর্মান্ধের অপপ্রচারের জবাব দিতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে নারী সমাজকে সচেতন করার আহ্বান জানান শিল্পমন্ত্রী।