ঝিনাইদহ অফিস:ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের কারখানা উপব্যবস্থাপক (যান্ত্রিক) আনোয়ারুল ইসলামের কাছ থেকে ছিনতাই করে নেয়া ল্যাপটপ, ক্যামেরা, মোবাইলফোন, হাতঘড়িসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে থানার এএসআই নাসির উদ্দীন শহরের আড়পাড়া থেকে ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করেন। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি জংশন মোটরসাইকেলসহ ছিনতাইকারী মিঠুকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে কালীগঞ্জে নেমে ওই কর্মকর্তা চিনিকলে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। তিনি মামলা করার পর থেকে পুলিশ ছিনতাইকারী চক্রকে আটকের চেষ্টা করছিল। শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে পুলিশ আড়পাড়া থেকে ছিনতাইকারী মিঠুকে আটক করে। এ সময় মালামাল পাশের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ছিনতাইয়ের সাথে আরো ২ জন জড়িত আছে বলে তিনি জানান। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা করছে।