দামুড়হুদার কোমরপুর স্কুল থেকে আওয়ামী লীগ নেতার বেড়া উচ্ছেদ

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: অবশেষে বিদ্যালয়ের প্রধান প্রবেশমুখ ঘিরে দেয়া প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী গঙের বেড়া অপসারণ করা হয়েছে। ফলে কার্পাসডাঙ্গা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেড়ামুক্ত হলো। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের হস্তক্ষেপে গতকাল ওই বেড়া অপসারণ করা হয়।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর সরকারিপ্রাথমিক বিদ্যালয়টি ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯ শতক জমির মধ্যে ১৫ শতক জমি গ্রামের মরহুম নসকর আলী,রবগুল মালিতা ও ইব্রাহিম গং স্কুলের নামে দান করেন । এ জমির ওপর ভবন নির্মাণ করা হয় । বর্তমানে ৭ জন শিক্ষক ৩৭২ জন শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছেন।গত শুক্রবার বিকেলে রবগুল মালিতার ছেলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও তার ছেলে রিপন মিয়া বাঁশের বেড়া দিয়ে স্কুলের প্রধান প্রবেশপথ ঘিরে দেন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে।অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, ১০৪০ দাগে ১৫ শতক জমি আমার পিতা ও নিকট আত্মীয়রা দান করে দেন এবং ১০৪১/১০৩৮ দাগে ২০ শতক জমি স্কুলের সামনে রয়েছে। আমি আমার পৈতৃক সম্পত্তিতে বেড়া দিয়েছি। নৈশ্য প্রহরী কাম দপ্তরি পদে আমার ছেলে রিপনের নিয়োগের জন্য সভাপতি রবিউল হক ২ লাখ টাকা চেয়েছিলেন। অন্য এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে নিয়োগ দেয়া হয়েছে। এ কারণেই আমি আমার জমি ঘিরেছি।স্কুল কমিটির সভাপতি রবিউল হক জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ কর হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানকে জানালে তিনি ঘটনা স্থলে এসে লোকজনের মুখে শুনে বাঁশের বেড়া উচ্ছেদ করেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।