চুয়াডাঙ্গা সদর উপজেলা আন্তঃস্কুল গ্রীষ্মকালীন কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

 

ক্রীড়াপ্রতিবেদক: ৪৩তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের কাবাডি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবারচুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার ফাইনালে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ৪৫-৩৫ পয়েন্টে চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসাকে পরাজিত চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৪-৩১ পয়েন্টে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উল্লেখ্য, আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে গতকাল বালক-বালিকাদের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

এদিকে ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে অছাত্র দিয়ে খেলিয়ে জয়লাভ করেও চুয়াডাঙ্গা এমএবারী মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা ফুটবল ফাইনালে উন্নীত হতে পারেনি।গত ২১ আগস্ট সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো এমএবারী মাধ্যমিক বিদ্যালয় ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়। ওই খেলায় এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে কলেজ পড়ুয়া এক ছাত্রকে খেলায় নামানো হয়। প্রথমার্ধে এমএবারী মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে এগিয়ে যায়।

এরপর সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক খাইরুল ইসলাম এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে অছাত্র খেলোয়াড়ের সুনিদিষ্ট লিখিত অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার ফলাফল বাতিল না করলেও পুনরায় প্রকৃত ছাত্রদিয়ে খেলার জন্য উভয় দলকে আহ্বান জানান। গতকাল বিকেল ৪টায় পুনরায় সে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এমএবারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজির হয়নি। ফলে খেলা পরিচালনা উপকমিটি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার পূর্বের ফলাফল বাতিল করে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করেন। এ কারণে সদর উপজেলা ফুটবল ফাইনালে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করলো সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়।