ঢুস মেরে নিষিদ্ধ ব্রাজিল স্ট্রাইকার

মাথাভাঙ্গা মনিটর: ঢুস মেরে নিষিদ্ধ হলেন ব্রাজিলের স্ট্রাইকারব্রানদাও। ফরাসি লিগের ম্যাচে পিএসজির চিয়াগো মোত্তাকে মাথা দিয়ে গুঁতোমারার অপরাধে বাস্তিয়ার এ খেলোয়াড়কে চার সপ্তার জন্য নিষিদ্ধ করেছেফরাসি ফুটবল লিগ কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার থেকে ব্রানদাওয়ের এ নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়ে আগামী১৮ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে বলে এক বিবৃতিতে জানায় লিগের ডিসিপ্লিনারি কমিটি।নিষেধাজ্ঞা শেষের দিন ব্রানদাওয়ের কাণ্ডের শুনানি হবে।
ঘটনাটি গত শনিবারপিএসজি-বাস্তিয়া ম্যাচের। ম্যাচটি ২-০ গোলে জেতার পর ড্রেসিংরুমে যাচ্ছিলেন পিএসজিরখেলোয়াড়রা। টানেলে আগে থেকেই অপেক্ষা করে ছিলেন ব্রানদাও।মোত্তা টানেলদিয়ে হেঁটে যাওয়ার সময় গুঁতো মেরেই ভোঁ-দৌড় দেন বাস্তিয়ার স্ট্রাইকার। গুঁতো খেয়েনাক দিয়ে রক্ত ঝরছিলো মোত্তার।আইনজীবী জানান, ওই ঘটনার জন্যে ব্রানদাওঅনুতপ্ত। কমিটির কাছেও তিনি একথা জানিয়েছেন।