শিয়া মিলিশিয়া হামলায় ইরাকে নিহত ৭৩

 

 

মাথাভাঙ্গা মনিটর: গতকাল শুক্রবারবাগদাদের উত্তর-পূর্বে দিয়ালা প্রদেশে একটি গ্রামের মসজিদে সুন্নিমুসলিমদের ওপর শিয়া মিলিশিয়ারা হামলা করে। এতে অন্তত ৭৩ জন নিহত হয়েছে।এলাকাটিতেআইএস জঙ্গি এবং শিয়া মিলিশিয়া-সমর্থিত ইরাকি সেনাদের তুমুল লড়াই চলছে।আইএস কে সবচেয়ে বড় হুমকি বলে ইতোমধ্যেই চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।হামলার জন্য কয়েকটি প্রতিবেদনে শিয়া মিলিশিয়াদের দায়ী করা হলেও অন্য কয়েকটিখবরে এ ঘটনার জন্য সুন্নি জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কে দায়ীকরা হচ্ছে।এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,সরকারি বাহিনীর সাথেশিয়া মিলিশিয়ারা তাদের যোদ্ধাদের ওপর হামলার পাল্টা প্রতিশোধ নিতেএকযোগে সুন্নি মসজিদে ওই হামলা চালিয়েছে। আরেক কর্মকর্তা বলেছেন,আইএসতাদের দলে যোগ দিতে অনিচ্ছুক সুন্নি নেতাদেরকে লক্ষ্য করেই ওই হামলাচালিয়েছে।আইএস জঙ্গিরা সম্প্রতি কয়েক মাসে ইরাক ও সিরিয়ার বিশালঅংশ দখল করে নিয়েছে। যুক্তরাষ্ট্র এ জঙ্গিদের বিরুদ্ধে ইরাকে ৮ আগস্টথেকে হামলা শুরু করেছে।