আমি ষড়যন্ত্রের শিকার: ন্যান্সি

স্টাফ রিপোর্টার: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বলছেনআত্মহত্যার ভুয়া খবর ছড়িয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। গত মঙ্গলবারঢাকার ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।গ্লিটজকে তিনি বলেন, একটা মহল আমার শিল্পী জীবন ধ্বংস করতেচাইছে। তারা নানা ষড়যন্ত্র করছে আমাকে নিয়ে। যার উদাহারণ আজ সবাই দেখতে পাচ্ছে।আমাকে কোনও একজন শ্রোতা বলুক,আপনার গান আর শুনতে চাই না।আমি গান গাওয়া ছেড়ে দেবো। তবু আমাকে মানসিকভাবে যন্ত্রণা দেবেন না।গ্লিটজের কাছে ঘুমের বড়ি খাওয়ার ব্যাখ্যা দেন ন্যান্সি,কিছুদিন ধরেই আমার নির্ধারিত শো একের পর এক বাতিল হয়ে যাচ্ছিলো। আমাকে ডাকা হচ্ছেঠিকই কিন্তু শো বাতিলের কারণ হিসেবে আয়োজকদের বক্তব্য,শোয়ের টিকিট বিক্রি হচ্ছে না।ঈদের সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। এ অবস্থাথেকে উদ্ধার পেতে আমি ঠিক করি বাচ্চাদের নিয়ে কিছুদিন নিজের মতো করে সময় কাটাবো। তাইবড় মেয়েটার স্কুল থেকে ছুটিও নিয়েছি।

ন্যান্সি আরও বলেন, ঘটনার দিন আমি ঢাকা থেকে দুবাচ্চাকেনিয়ে ময়মনসিংহ যাই। সেখান থেকে আমি নেত্রকোণায় যাই। পরে জায়েদ ময়মনসিংহ থেকে নেত্রকোণায়গিয়ে আমাকে বলে নায়লাকে (আট মাস বয়সী ছোট মেয়ে) তার দাদি দেখতে চায়। তাই নায়লাকে নিয়েজায়েদ ময়মনসিংহ রওনা হয়। তারা বের হলে আমি ৭ থেকে ৮টি জিওনিল খাই। এরপর ঠিক কী কী ঘটেছেআমি তার কিছুই বলতে পারি না।