দর্শনা মা ও শিশু হাসপাতালের ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক

 

আখচাষিদের অর্থায়নে নির্মিত এ হাসপাতালটি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

দর্শনা অফিস: কেরুজ মিলস গেট আখচাষি কল্যাণ সংস্থার মহতি উদ্যোগে এলাকাবাসীর আরো একটি স্বপ্ন পূরণ হলো। কাঙ্ক্ষিত এ লালিত স্বপ্ন পূরণের মধ্যদিয়ে দর্শনা তথা এলাকার উন্নয়ন আরো একধাপ এগুলো। দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের আরো একটি ভবন নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কাতার চ্যারিটির অর্থায়নে এ নির্মাণকাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতাল চত্বরে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মঞ্জু বলেন,প্রথমে ধন্যবাদ জানানোর পাশপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য,যারা মহতি এ উদ্যোগ গ্রহণ করেছিলো। নানা চড়াই উতরাই পেরিয়ে এ উদ্যোগকে যারা বাস্তবে রূপ দিয়েছে তারা অবশ্যই প্রশংসার যোগ্য। চিকিৎসা মানুষের একটি অন্যতম মৌলিক অধিকার,কিন্তু দীর্ঘদিন ধরে দর্শনায় চিকিৎসাসেবার মান ছিলো নাজুক। স্বল্প আয়ের মানুষগুলো ভালো চিকিৎসা থেকে বঞ্চিত থেকে ভুগেছে রোগ-শোকে। এ হাসপাতালটি সেসব বঞ্চিত মানুষের চিকিৎসা দিয়ে দুর্ভোগ নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ইতোমধ্যেই আ.লীগ সরকার চিকিৎসাসেবা উন্নয়নের ক্ষেত্রে এবং নিশ্চিতকরণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হচ্ছে। আমি হাসপাতালটির উত্তরোত্তর সাফল্য কামনার পাশপাশি সব ধরনের সহযোগিতার ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কেরুজ চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি সাবেক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান,কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল,ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন,আ.লীগ নেতা সিরাজুল ইসলাম,সংস্থার নেতৃবৃন্দের মধ্যে ছিলেনআ. বারী,ওমর আলী,আ. কাদের,হাজি নজরুল ইসলাম,আ.লীগ নেতা মোজাহারুল ইসলাম,আমীর হোসেন প্রমুখ।