ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুর একটি পূজা মন্দিরের ভেতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার কুলবাড়িয়া সার্বজনীন পূজা মন্দিরে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এ ব্যাপারে কুলবাড়িয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যগোপাল বলেন,বুধবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। টের পেয়ে তারা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ঢোল,খোল,ধর্মগ্রন্থ গীতাসহ মন্দিরের ভেতরে বেশকিছু পূজার সামগ্রী পুড়ে গেছে। এ সময় মন্দিরে থাকা একটি স্বর্ণের চামচ লুট হয়ে যায়।
পূজা উদযাপন কমিটির সদস্য রঞ্জিত কুমার পাল বলেন,রাত ৯টা পর্যন্ত তারা মন্দিরে ছিলেন। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরই আগুন দেয়ার খবর পেয়ে মন্দিরে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন দেয়ার কোনো কারণ তারা বলতে পারছেন না। আগুনে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আমিনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা কেন আগুন দিয়েছে তদন্ত শেষে জানা যাবে বলে তারা জানান।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল বারী চৌধুরী জানান,এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।