একাধিক হত্যা মামলার আসামি বুদো শাটারগানসহ গ্রেফতার

দামুড়হুদা থানা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য একাধিক হত্যা মামলার ফেরারি আসামি কাশেম ওরফে বুদোকে (৩০) শাটারগানসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশ উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকার হুদাপাড়া গ্রামের জনৈক আনছারের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে একটি ভারতীয় তৈরী শাটারগান ও ১ রাউন্ড রাইফেলের তাজাগুলিসহ তাকে গ্রেফতার করেন। সে উপজেলার নতিপোতা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান,বুদো উপজেলার বোয়ালমারী গ্রামের সাত্তার বালানির ছেলে আকবরকে ২০১৩ সালের এপ্রিল মাসে অপহরণ করে ইটভাটায় পুড়িয়ে হত্যা ও চলতি বছরের ১৯ জুন রাতে মুজিবনগর উপজেলার গোপালপুরের ইবাদুলের ছেলে রিজন ওরফে লিজন হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি। সে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোফাজ্জেল হোসেন,এএসআই নিয়াজ মোর্শেদ ও এএসআই কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশি করে একটি ভারতীয় শাটারগান ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সে এলাকার একজন র্শীর্ষ সন্ত্রাসী এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা।