দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ

 

 

দর্শনা অফিস:দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬নং মেন পিলারের কাছে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় উভয়পক্ষ ফুলেল শুভেচ্ছা বিনিময় করে। সংক্ষিপ্ত আলোচনা শেষে জয়নগর সীমান্তে ১০টি আম,মেহেগনি ও কাঁঠালচাড়া রোপণ করা হয়। বিজিবি কর্মকর্তারা ভারত সীমান্তের আভ্যন্তরে ও বিএসএফ কর্মকর্তারা বাংলাদেশ সীমান্তের আভ্যন্তরে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেনচুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের ভারপ্রাপ্ত অধিনায়কঅতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ,মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডানিয়াল রাব্বি,এডি সোহরাব হোসেন,দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মহাসীন আলী। বিএসএফ’র পক্ষে ছিলেন কৃষ্ণনগর বিএসএফ’র ডিআইজি পিএস পুসপান্দরসহ কর্মকর্তারা।