সারদা কেলেঙ্কারির কাদায় এবার শতাব্দী রায়!

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের এযাবতকালের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি সারদা-কাণ্ডে এবারবিশিষ্ট অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ শতাব্দী রায়ের নামও উঠে এসেছে। তিনিএবারও বীরভূম আসন থেকে তৃণমূলের সাংসদ হয়েছেন।এতোদিন সারদা কাণ্ডনিয়ে মুখ না খুললেও গতমঙ্গলবার বীরভূম আদালতে একটি মামলায় হাজিরাদিতে গিয়ে সাংবাদিকদের সামনে সারদা কেলেঙ্কারির কিছু কথা তুলে ধরেন সারদাগ্রুপের কর্ণধার সুদীপ্ত সেন।

সুদীপ্ত সেন দাবি করেন, সাংসদ শতাব্দীরায়ও সুবিধা নিয়েছেন তার সংস্থা থেকে। তাকে সংস্থার ব্র্যান্ডঅ্যাম্বাসেডর করা হয়েছিলো। এজন্য তাকে মাসে ২ লাখ রুপি করে দেয়া হয়েছিলো। সুদীপ্ত রায় হাটে হাঁড়ি ভেঙে দেয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূলকংগ্রেস।

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির কয়েক কোটি রুপির প্রতারণারসাথে সংশ্লিষ্টতার অভিযোগে সমন পেয়েছিলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ওচলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন। গত সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় অপর্ণার সাথে ছিলেন তার স্বামী কল্যাণ রায়।