বাংলাদেশি ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের দায়ে ১৭ বছরের জেল

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাজ্যে বাংলাদেশি এক ছাত্রীকে সাহায্য করারকথা বলে আটক রেখে ধর্ষণের দায়ে ফাস্টফুড চেইন ম্যাক ডোনাল্ডসের এক কর্মীকে১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।ব্র্যাডফোর্ডেরক্রাউন কোর্ট গত মঙ্গলবার এ রায় ঘোষণা করে বলে বিবিসি ও ডেইলি মেইলের প্রতিবেদনেউল্লেখ করা হয়।রায়েবলা হয়, ৩০ বছর বয়সী আব্দুল হানিফ অ্যাকাউন্টেন্সি পড়তে যুক্তরাজ্যে যাওয়া ওইশিক্ষার্থীকে প্রায় চার মাস যৌনদাসী হিসেবে আটকে রেখে মারধর করেন এবং জুয়ার দেনাশোধ করতে পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা করেন।২৬বছর বয়সী মেয়েটি ধর্ষিত হওয়ার আগে কুমারী ছিলেন বলেও আদালতের নথিতে উল্লেখ করা হয়।শুনানিতেবলা হয়, গত ফেব্রুয়ারিতে লন্ডনের একটি স্যান্ডউইচের দোকানে কাজ করার সময়ওইবাংলাদেশি তরুণীর সাথে হানিফে পরিচয় হয়। নিজেদের মধ্যে ফোন নম্বর বিনিময়ের পরতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ তৈরি হয়। মেয়েটি লন্ডনে তার থাকার জায়গার সমস্যার কথাবললে হানিফ তাকে ব্র্যাডফোর্ডে একটি বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়।ওইপ্রস্তাবে রাজি হওয়ার পর মেয়েটিকে কয়েকদিন হানিফের সাথে তার গাড়িতেই থাকতে হয় এবংকয়েকজন বন্ধুর বাসায় তারা রাত কাটান।পরে আটকে রেখে ধর্ষণ করতে থাকে। পরে মুক্ত হয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। শুনানিশেষে মাত্র ৯০ মিনিটের মধ্যে হানিফকে দোষী সাব্যস্ত করে সাজার আদেশ দেয় আদালত।