ইবিতে ভর্তি আবেদন শুরু ৬ সেপ্টেম্বর

 

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর রোববার শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। ৬ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভর্তি কমিটির বৈঠকসূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টায় উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,মোবাইল-G SMSএর মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। এছাড়া প্রবেশপত্র গ্রহণ করা যাবে ২৫ অক্টোবর হতে ১৫ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd তে বিস্তারিত জানা যাবে। এ বছর ২২টি বিভাগের৮টি ইউনিটে ১ হাজার ৪শত ৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি কমিটির সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিন।