ঝিনাইদহের নবগঙ্গা নদীর বাঁধ উচ্ছেদ করে দখলমুক্ত

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নবগঙ্গা নদীর বাঁধ পোড়াহাটি ইউনিয়নের বাসুদেপপুর রাজারের ও মধুপুর রাজারের পাশদিয়ে প্রবাহিত নদীর বাঁধ উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার নির্বাহী অফিসার জুলকার নায়নের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দখলমুক্ত অভিযান চালানো হয়। এ সময় নদীর মাঝের ৫টি অবৈধ বাঁধ উচ্ছেদ ও নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় কয়েকটি জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে পোড়ানো হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,ভ্রাম্যমাণ আদালতের পেশকার বাবুল আক্তার,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী নাসির উদ্দিন,বেলাল হোসেন,সার্ভেয়ার আব্দুর রাজ্জাক,ড্রাইভার সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সদর থানার এসআই আমিনুল ইসলাম,এএসআই মোজাহিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

দীর্ঘ কয়েক বছর ধরে নবগঙ্গা নদীর মাঝে অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রাখা হয়েছিলো। ফলে এ সময়ে যে নদী দিয়ে মানুষ নৌকায় আসা-যাওয়া করতো আজ তা প্রায় মৃত। দখলমুক্ত হওয়ায় নদীটি আবারো পুনর্যৌবন ফিরে পাবে এমন আশা করছেন উচ্ছেদকারীরা।