বিদ্যুতের আলোয় আলোকিত কালীগঞ্জের ভিটেখোলা গ্রাম

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ভিটেখোলা গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার। এর ফলে ভিটেখোলা গ্রামের ১২৮টি পরিবারসহ এলাকার মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির ব্যবস্থাপনায় ২.৩ কিলোমিটারে ৩৫ লাখ টাকায় ব্যয়ে এ বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। এ উপলক্ষে ভিটেখোলা বাজারে এক উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,বিদ্যুতায়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মনোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু,ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার যুবরাজ সিংহ পাল,সভাপতি মো. নাসির উদ্দীন,কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ম্যানেজার স্বপন কুমার,ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সোহেল ও আনিসুর রহমান মিঠু মালিথা বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এসময় এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।