৮৬৬ বছর পর ধ্বংস হবে পৃথিবী

 

মাথাভাঙ্গা মনিটর: প্রায় ৮৬৬ বছর পর ১৬ মার্চ,২৮৮০ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। অধিকাংশ বিজ্ঞানিরা অবশ্য এ যুক্তিকে খোড়া যুক্তি বলে দাবি করলেও প্রতিসেকেন্ড ৯ মাইল বেগে ধেয়ে আসা এক গ্রহাণুর ‘হানায়’ মানব সভ্যতা পুরোপুরিধ্বংস হয়ে যাবে বলে কিছু বিজ্ঞানি শঙ্কা প্রকাশ করেছেন। বলা হয়েছে, ২৮৮০সালে ‘১৯৫০ ডিএ’ নামের এ গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে প়ডার পর বিশ্বেরআবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে। ভয়াবহ সুনামি দেখা যাবে, পৃথিবীর সব প্রান্তেশুরু হবে বড় বড় ঝড়।  ওই গ্রহাণুতে থাকবে ৪৪ হাজার ৮০০ মেগাটনেরবিস্ফোরক পদার্থ বিশেষ।

যদিও বিজ্ঞানিরাবলছেন, এমন ধরনের গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ৩০০ ভাগের মধ্যেএকভাগ। তবুও পৃথিবী ধ্বংসের এ সামান্য সুযোগটাও রাখতে রাজি নন বিজ্ঞানিরা।তাই এ দৈত্য গ্রহাণুকে ধ্বংস করার কাজ শুরু করে দিতি চলেছেন বিজ্ঞানিরা।