মাথাভাঙ্গা মনিটর: নেপালে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে তিনদিনে অন্তত ৫৩ জন নিহত হয়েছে।গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়জানায়, গত বুধবার থেকে নেপালজুড়ে টানা ভারী বর্ষণ হচ্ছে। বিভিন্ন স্থানে ভূমি ওপাহাড় ধসে পড়ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল ও জনপদ প্লাবিতহচ্ছে।বিভিন্ন স্থানে ৭৫ জন নিখোঁজ রয়েছে এবং ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করাহয়েছে বলে জানায় মন্ত্রণালয়।নিখোঁজরা বিধ্বস্ত ঘরবাড়ির নিজে চাপা পড়েছে;নাকি বানের পানিতে ভেসে গেছে তা জানা যায়নি।বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থাভেঙে পড়ায় অনেক এলাকার খবর নেয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিরা ওসব এলাকায় আটকাপড়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
কর্মকর্তারা জানান, বন্যা ও ভূমিধসেনেপালের ৭৫ জেলার ২৫ শতাংশ এলাকা আক্রান্ত হয়েছে।শ শ বাড়িঘর পানির নিচেতলিয়ে গেছে,২শরও বেশি ঘর বিধ্বস্ত হয়েছে।সাড়ে তিন হাজারের মতো মানুষকেউদ্ধার করে স্থানীয় স্কুলে আশ্রয় দেয়া হয়েছে।২০১০ সালে যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক পরামর্শক সংস্থা ‘ম্যাপলক্রাপ্ট’ পার্বত্য নেপাল,বাংলাদেশ,ভারতসহ আরো কিছুঅঞ্চলকে আগামী ৩০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেজানানো হয়েছে।