স্টাফ রিপোর্টার: যুবলীগনেতার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন কম্পিউটার প্রকৌশলীগিয়াসউদ্দীন রাজু। গত বৃহস্পতিবার যুবলীগ নেতাদের হামলায় গুরুতর আহত হওয়ার পরশুক্রবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। যুবলীগ নেতাদের হামলায় গুরুতর আহতহয়েছেন রাজুর আপন দু ভাইও। ঘটনার পর শাহবাগ থানায় অভিযোগ জানাতে গেলে থানাপুলিশ উল্টো যুবলীগ নেতাদের পক্ষে সাফাই গেয়েছেন। নানা টালবাহানার পরথানায় হত্যা মামলা নেয়া হয়েছে। ওদিকে নিহত রাজু ও তার দু ভাইয়ের বিরুদ্ধেযুবলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে পাল্টা মামলাও করা হয়েছে।
নিহতেরবড় ভাই জয়নাল আবেদিন সাগর জানান, জানান, ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতিসাইফুল ইসলাম ওরফে আক্তারের সাথে তার ভাইয়ের অনেক আগে থেকেই পরিচয় ছিলো।প্রথমদিকে সাইফুল ইসলাম ফ্লেক্সিলোড ও মোবাইল রিচার্জ কার্ডের ব্যবসাকরতেন। তখন আক্তারের সাথে তার ভাইয়ের ঘনিষ্ঠতা ছিলো। এছাড়া তারা উভয়েই একইএলাকার বাসিন্দা। সেই সূত্রে আক্তার বিভিন্ন সময় রাজুর কাছ থেকে টাকা-পয়সাধার নিতেন। তিন বছর আগে আক্তার রাজুর কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নেন।কিন্তু সেই টাকা দীর্ঘদিন হয়ে গেলেও তিনি পরিশোধ করছিলেন না। এ নিয়েআক্তারের সাথে রাজুর সম্পর্কের অবনতি ঘটে।