চুয়াডাঙ্গা গোবরগাড়ার রানা ও মেহেরপুর আনন্দবাসের আহম্মদ নিহত

 

মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদায় ঢাকা থেকে ছেড়ে আসা জে.আর পরিবহনের মালবাহী ট্রাকের সাথে ধাক্কা

 

শাহনেওয়াজ খান সুমন: মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা মিলগেট এলাকায় জে.আর পরিবহনের নৈশকোচের সাথে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল বুধবার ভোর ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া গ্রামের রেজাউল হকের ছেলে বিজিবি সদস্য জুয়েল রানা (৩৫) এবং মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আমির উদ্দিনের ছেলে আহম্মদ আলী (৩৮)। জুয়েল খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। ছুটিতে চুয়াডাঙ্গায় গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। আহত হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র সেতুকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত হওয়া ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান জানান, মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা মিলগেটের পাশে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিলো। নষ্ট হওয়া ট্রাকটি সড়কের পাশে মেরামত করা হচ্ছিলো। ভোর ৫টার দিকে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা জে.আর পরিবহনের একটি নৈশকোচ ট্রাকটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে জুয়েল রানা নামে এক বিজিবির সদস্য ও আহম্মদ আলী নামে একজন মারা যান।

দুর্ঘটনা সম্পর্কে আহত যাত্রী আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার সময় বাসের যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। চালকও সম্ভবত ঘুমেরঘোরে বাসটি চালাচ্ছিলেন।নিহত বিজিবি সদস্যের পিতা রেজাউল জানান, খাগড়াছড়ি বিজিবিতে চাকরিরত সদস্য জুয়েল রানা ঈদে ছুটি না পাওয়ায় এখন দু মাসের ছুটি পেয়ে বাড়িতে আসছিলো। আর সে বাড়ি ফিরতে পারলো না। বোন রোমানা জানান, অনেক দিন পরে ভাই আসছে। তাই রাত থেকেই ভাইয়ের জন্য পিঠে তৈরি করে রেখেছিলাম। আর খাওয়ানো হলো না। আমার জন্য ভাই ফোনে বলেছে অনেক কিছু নিয়ে আসছে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। দু গাড়ির চালকই পলাতক রয়েছে। এদিকে ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী জুয়েল রানাকে সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় বিজিবির-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আনোয়ার জাহিদ উপস্থিত ছিলেন।